বাগেরহাট জেলার দর্শনীয় স্থান

0
62
sixty dome mosque
sixty dome mosque

বাগেরহাট খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর  ও পশ্চিমে খুলনা জেলা। প্রায় ৫৮৮২.১৮ বর্গকিলোমিটার আয়তনের এ জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় ও আকর্ষনীয় স্থান। বাগেরহাট জেলা মূলত বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য বেশ পরিচিতি লাভ করেছে। দেশি বিদেশী পর্যটকদের অন্যতম পছন্দের স্থান হিসেবে বেশ সমাদৃত হয়েছে। বাগেরহাট জেলার অন্যতম আকর্ষনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল-

sixty dome mosque
ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট
  • ষাট গম্বুজ মসজিদ
  • কটকা সমুদ্র সৈকত
  • দুবলার চর
  • টাইগার পয়েন্ট
  • ঘোড়া দিঘী
  • খান জাহান আলী মাজার
  • নয় গম্বুজ মসজিদ
  • করমজল
  • চন্দ্রমহল পার্ক
  • চাঁদপাই বন্যপ্রাণী অভয়ারণ্য
  • দুধমুখী বন্যপ্রাণী অভয়ারণ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here