১। কাজী এন্ড কাজী টি এস্টেট
তেঁতুলিয়া উপজেলার ৮/১০ কি. মি. দূরে শালবাহান ইউনিয়ের রওশনপুর এলাকায় সুনিবির পরিবেশে গড়ে উঠেছে মনোরম অবকাশ যাপন স্পট। এখানে দেশের বিভিন্ন স্থান হতে হাজারো প্রকৃতি প্রেমী পর্যটকের বেড়াতে আসেন।

কিভাবে যাওয়া যায়
কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঢাকার শ্যামলী থেকে বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। ভাড়া ১২০০/১৮০০টাকা। সময় লাগে ৮/৯ঘন্টা। রাত ৮-১০টার মধ্যে বাস গুলি ছেড়ে যায়। তেঁতুলিয়া থেকে ৮/১০ কি. মি. দূরে শালবাহান ইউনিয়ের রওশনপুর এলাকায় মাইক্রো/অটো ভ্যানে করে যেতে পারেন। থাকতে পারেন তেতুলিয়া ডাকবাংলোতে, পিকনিক কর্ণারে।
২। বাংলাবান্ধা স্থল বন্দর
হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মানচিত্রের সর্বউত্তরের স্থান বাংলাবান্ধা জিরো (০) পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর। এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় ১০.০০ একর জমিতে ১৯৯৭ সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থল বন্দর, যা আজও পূর্ণাঙ্গভাবে চালু সম্ভব হয়নি। নেপালের সাথে বাংলাদেশর পণ্য বিনিময়ও সম্পাদিত হয় বাংলাবান্ধা জিরো (০) পয়েন্টে।

কিভাবে যাওয়া যায়
কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঢাকার শ্যামলী থেকে বাসে পঞ্চগড়ে অবস্থিত বাংলাবান্দা জিরো পয়েন্ট যাওয়া যায়। ভাড়া ১২০০/১৮০০টাকা। সময় লাগে ৯/১০ঘন্টা। রাত ৮-১০টার মধ্যে বাস গুলি ছেড়ে যায়।
৩।তেঁতুলিয়া ডাকবাংলো
ডাক-বাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত। এর পাশাপাশি তেঁতুলিয়া উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি পিকনিক কর্ণার রয়েছে। উক্ত স্থান দুইটি পাশাপাশি অবস্থিত হওয়ায় সৌন্দর্য বর্ধনের বেশী ভূমিকা পালন করছে। সৌন্দর্য বর্ধনে এ স্থান দুটির সম্পর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। মহানন্দা নদীর তীর ঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন (অর্থাৎ নদী পার হলেই ভারত) সুউচ্চ গড়ের উপর সাধারণ ভূমি হতে প্রায় ১৫ হতে ২০ মিটার উচুতে ডাক-বাংলো এবং পিকনিক কর্ণার অবস্থিত।

কিভাবে যাওয়া যায়
কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঢাকার শ্যামলী থেকে বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। ভাড়া ১২০০/১৮০০টাকা। সময় লাগে ৮/৯ঘন্টা। রাত ৮-১০টার মধ্যে বাস গুলি ছেড়ে যায়। থাকতে পারেন তেতুলিয়া ডাকবাংলোতে, পিকনিক কর্ণারে।
৪। সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান
তেঁতুলিয়া উপজেলায় সাম্প্রতিকালে সমতল ভূমিতে চা গাছেরচাষাবাদ শুরু করা হয়েছে। সাধারণতঃ উচুঁ ভূমিতে চা চাষ হয়ে থাকে। কিন্তুসমতল ভূমিতে এর চাষাবাদ বাংলাশের এ এলাকাতেই প্রথম শুরু হয়। অর্থনৈতিকভাবেএর ভবিষ্য সম্ভাবনা খূবই উজ্জ্বল।

কিভাবে যাওয়া যায়
কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঢাকার শ্যামলী থেকে বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। ভাড়া ১২০০/১৮০০টাকা। সময় লাগে ৮/৯ঘন্টা। রাত ৮-১০টার মধ্যে বাস গুলি ছেড়ে যায়। থাকতে পারেন তেতুলিয়া ডাকবাংলোতে, পিকনিক কর্ণারে। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিতে হয়। প্রায় তেতুলিয়া উপজেলার সব ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে আছে সমতল ভূমির চা বাগান
বিশেষ সতর্কতা
হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। একারণে কোন স্থানে ভ্রমণের পূর্বে বর্তমান ভাড়া ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। ওয়েবসাইটে যোগাযোগের সুবিধার্থে প্রদত্ত নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্য চলো ঘুরি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।