খুলনা-যশোর মহাসড়কের পাশ দিয়ে গিলাতলার বিশাল এলাকা জুড়ে জাহানাবাদ ক্যান্টনমেন্ট। এখানে রয়েছে বনবিলাস শিশু পার্ক ও চিড়িয়াখানা। খুলনা মহানগরীসহ দূরদূরান্ত থেকে মানুষ সময় পেলেই বিনোদনের জন্য ছুটে আসে এখানে। এই চিড়িয়াখানাটি খুলনা জেলার গিলাতলা নামক একটি স্থানে অবস্থিত। ক্যান্টনমেন্ট এলাকায় গড়ে ওঠার কারণে এর নাম “গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানা”।
খানজাহান আলী থানার জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানার চারিদিকে সবুজের সমারহ, সম্পূর্ণ এলাকা আধুনিক বনজ ইউকিলিপটাসে ঘেরা। এই চিড়িয়াখানার ভিতরে সুন্দরবনের অত্যাধিক নামকরা সুন্দরী গাছ ও অবস্থিত রয়েছে।
চিড়িয়াখানায় যা রয়েছে
এই চিড়িয়াখানায় রয়েছে কয়েক প্রজাতির পাখি আর বিভিন্ন ধরনের পশু। এখানে দেখতে পাওয়া যাবে সুন্দরবনের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, কুমির, অজগর সাপ, খরগোশ, বানর, ভাল্লুক আরো নানা ধরনের পশু।
এখানে আরো রয়েছে উটপাখি, ময়ূর, হরিণ, হনুমান,ইমু পাখি, মদনটাক,ধনেশ, টিয়া পাখি, বক পাখি আর রয়েছে নানা ধরনের বিদেশি পশুপাখি।
বনবিলাস চিড়িয়াখানাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য প্রতি জনের জন্য ৩০ টাকা । চিড়িয়াখানার পাশ দিয়েই গড়ে উঠেছে বনবিলাস শিশুপার্ক।