গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন গোপালগঞ্জ জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ২০১৮ সালে এ স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী টু গোপালগঞ্জ, গোপালগঞ্জ টু রাজশাহী যাতায়াত করে। এই ট্রেনে রয়েছে ১৬ টি বগি। এটি নিয়মিত চলাচল করে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ দূরত্ব ৩৫৬ কিলোমিটার অর্থাৎ ৫৫৯ মাইল। এই রেল স্টেশনটি গোপালগঞ্জ শহরকে রাজশাহী জেলার সাথে সংযোগ তৈরি করার পাশাপাশি খুলে দিয়েছে অবসর যাপনের অন্যতম কেন্দ্র হিসেবে। সারাদিন কর্মব্যস্ততার পর একটু প্রশান্তি জন্য শহরের লোকজন এখানে ঘুরতে আসে। মূল শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বলে এখানে শহরের কোন চিহ্ন খুজে পাওয়া যাবে না। রেল স্টেশনে প্রবেশ করে প্লাটফর্ম দিকে এগিয়ে গেলে দেখা যায় বিস্তৃত খোলা মাঠ। এই বিস্তৃত খোলা মাঠ থেকে প্রবাহিত নির্মল বাতাস শরীরের সারাদিনের ক্লান্তি দূরে করে দেয়। স্টেশনটির আশেপাশে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে তাই এখানে আপনি নতুন পৃথিবী খুঁজে পাবেন। এখানে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় হল বিকাল বেলা ।

কিভাবে যাবেন
গোপালগঞ্জ রেল স্টেশন গোপালগঞ্জ সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। সদর থেকে ইজিবাইক কিংবা রিক্সা দ্বারা রেল স্টেশনে যাওয়া যায়।
কোথায় খাবেন
রেল স্টেশনের পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে সেখানে হালকা নাস্তা, চা-কফি ও অন্যান্য চাইনিজ খাবার পাওয়া যায়। তাছাড়া স্টেশন সংলগ্ন কিছু ভ্রাম্যমাণ খাবারের দোকান পাওয়া যায়।
গোপালগঞ্জ জেলার অন্যান্য দর্শনীয় স্থান
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি
- কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি
- লাল শাপলার বিল
- শেখ রাসেল শিশু পার্ক
- মধুমতি হাওড়
- উজানীর রাজবাড়ি
বিশেষ সতর্কতা
হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। একারণে কোন স্থানে ভ্রমণের পূর্বে বর্তমান ভাড়া ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। ওয়েবসাইটে যোগাযোগের সুবিধার্থে প্রদত্ত নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্য চলো ঘুরি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।