বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

0
90
bangladesh-national-zoo
bangladesh-national-zoo

রাজধানীর মিরপুর-১ এ মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তৈরি করা হয়েছে । জনসাধারণের বিনোদন, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে ১৯৫০ সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অল্প সংখ্যক বন্যপ্রাণি নিয়ে বাংলাদেশে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৬০ সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয় এবং ১৯৭৪ সনের ২৩ জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। চিড়িয়াখানার মোট আয়তন প্রায় ৭৫ হেক্টর। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এবং অন্যান্য প্রাণির মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তি, গন্ডার, ভালুক, সিংহ, অজগর, গোখরা সাপ, কুমির, জেব্রা, পানকৌড়ি অন্যতম। এছাড়া রয়েছে কবুতর, ময়ুর, ঘুঘু, টিয়া, উটপাখিসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি। চিড়িয়াখানা তথ্যকেন্দ্র হতে প্রাপ্ত তথ্য হতে জানা যায়, বর্তমানে ঢাকা চিড়িয়াখানায় ১৯১ প্রজাতির ২১৫০টি প্রাণী রয়েছে।

Bangladesh National Zoo
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর-১

চিড়িয়াখানায় প্রবেশের সময়সূচী

জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে। তবে রবিবার সরকারী ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে (এপ্রিল-অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে (নভেম্বর-মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে।

প্রবেশ টিকিট মূল্য

দুই বছরের বেশি যে কারও জন্যে মেইন গেইট প্রবেশ করতে টিকেট মূল্য ৫০ টাকা। জু মিউজিয়ামে প্রবেশ করতে টিকেট মূল্য ১০ টাকা। দুই বছরের কম বাচ্চার জন্যে কোন টিকেট লাগবেনা। এছাড়া স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট এর ক্ষেত্রে প্রবেশ টিকেট মূল্য অর্ধেক। সেই ক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে।

কিভাবে যাবেন

ঢাকার সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, গাবতলী হতে মিরপুর-১ ও চিড়িয়াখানা গামী যে কোন বাস অথবা ট্যাক্সি, সিএনজি বা প্রাইভেটকার যোগে চিড়িয়াখানা যাওয়া যায়।

কোথায় খাবেন

চিড়িয়াখানার সামনে বেশকিছু খাবারের দোকান রয়েছে চাইলে সেখানে খেতে পারবেন। তবে অবশ্যই খাওয়ার পূর্বে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। এছাড়া চিড়িয়াখানার অভ্যন্তরে একটি ক্যাফেটেরিয়া রয়েছে সেখান থেকে খাবার খেতে পারেন।

ঢাকা শহরের অন্যান্য দর্শনীয় স্থান

  • লালবাগ কেল্লা,
  • শহিদ মতিউর রহমান পার্ক
  • আহসান মঞ্জিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • জাতীয় স্মৃতি সৌধ (সাভার)
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • বোটানিক্যাল গার্ডেন
  • রমনা পার্ক
  • সোহরাওয়ার্দী উদ্যান
  • হাতির ঝিল
  • চন্দ্রিমা উদ্যান
  • বাংলাদেশ জাতীয় জাদুঘর
  • মুক্তিযুদ্ধ জাদুঘর
  • বাংলাদেশ সামরিক জাদুঘর
  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • ধানমন্ডি লেক-ধানমন্ডি
  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
  • গুরুদুয়ারা নানক শাহী
  • হোসনি দালান

বিশেষ সতর্কতা

 হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। একারণে কোন স্থানে ভ্রমণের পূর্বে বর্তমান ভাড়া ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। ওয়েবসাইটে যোগাযোগের সুবিধার্থে প্রদত্ত নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্য চলো ঘুরি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here