শুভলং ঝর্ণা

0
29
শুভলং ঝর্ণা
শুভলং ঝর্ণা, রাঙামাটি

শুভলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। এটি বৃহত্তর রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন ১নং শুভলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর অববাহিকায় অবস্থিত। রাঙ্গামাটি সদর হতে শুভলং ঝর্ণা প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আঁছড়ে পড়ে কাপ্তাই হ্রদের জলে গিয়ে মিশে যায়। পাহাড়ের উপর থেকে মাটিতে আঁছড়ে পড়ার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। একারণে ঝর্ণাটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ঝর্ণার রূপসুধা প্রত্যক্ষ করার জন্য এখানে ছুটে আসে। সাধারণত বর্ষা মৌসুমে ঝর্ণার দৃশ্য ভালভাবে দেখা যায়। এজন্য প্রতিবছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। শুকনো মৌসুমে শুভলং ঝর্ণায় খুব সামান্য পরিমাণে পানি থাকে। তবে তীব্র খরা মৌসুমে ঝর্ণার পানি একেবারেই শুকিয়ে যায়।

রাঙ্গামাটি কিভাবে যাবেন

ঢাকা টু রাঙ্গামাটি যাওয়ার জন্য অনেকগুলো পরিবহণ আছে যেমন: সৌদিয়া, শ্যামলী, ঈগল ইত্যাদি। কল্যাণপুর, কলাবাগান বা সায়দাবাদ থেকে এ পরিবহণগুলো রাঙামাটির উদ্দেশ্য ছেড়ে যায়। বাসের মানভেদে ভাড়া ননএসি ৬০০-৬৫০ টাকা, এসি ৮০০-১০০০ টাকা। রাতে (১০-১১ টা) রওনা হলে আপনি খুব ভোরে (৬-৭ টা) পৌছে যাবেন রাঙ্গামাটি।

কোথায় থাকবেন

রাঙ্গামাটিতে পুরাতন বাস স্ট্যন্ড ও রিজার্ভ বাজার এলাকায় বেশকিছু হোটেল আছে। তবে হোটেলে ওঠার আগে যদি একটু বিবেচনা করে নিবেন, যেমন হোটেলটি কাপ্তাই লেকের পাশে কিনা? তাহলে আপনি হোটেল থেকে লেকের মনোরম পরিবেশ ও বাতাস উপভোগ করতে পারবেন। থাকার জন্য রাঙ্গামাটিতে সরকারী বেসরকারী অনেকগুলো হোটেল ও গেষ্ট হাউজ রয়েছে। তাছাড়া আরো কিছু বোডিং পাওয়া যায় থাকার জন্য। বোডিংগুলোতে খরচ কিছুটা কম তবে থাকার জন্য খুব একটা সুবিধার নয়। 

সরকারি আবাসিক সেবা

নামঅবস্থানযোগাযোগ
১. সার্কিট হাউস ভদভেদি, আমানতবাগ, রাঙামাটি০৩৫১৬২০১১২
২. এলজিইডি রেস্ট হাউসবনরূপা, রাঙামাটি০৩৫১৬৩১৪৮
৩. পর্যটন হলিডে কমপ্লেক্সতবলছড়ির ডিয়া পার্ক এলাকা০৩৫১-৬৩১২৬
৪. বিসিক রেস্ট হাউসস্টেডিয়াম এলাকা০৩৫১-৬২০৩৭
৫. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রেস্ট হাউসচম্পকনগর, রাঙামাটি০৩৫১-৬২২৮৮

(১) পর্যটন হলিডে কমপ্লেক্স

১২ টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছ। প্রতিটির ভাড়াঃ ১৭২৫ টাকা
৭টি শীতাতপ নিয়ন্ত্রনহীন রুম রয়েছে প্রতিটির ভাড়াঃ ৮০৫ টাকা
যোগযোগ/ফোনঃ ০৩৫১-৬৩১২৬ (অফিস)

(২) হোটেল সুফিয়া

২৭ টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছ। প্রেতিটির ভাড়াঃ ৯০০ টাকা (একক), ১২৫০ (দ্বৈত)
৩৫টি শীতাতপ নিয়ন্ত্রনহীন রুম রয়েছে প্রতিটির ভাড়াঃ ৬০০ টাকা
যোগাযোগ/ফোনঃ ০৩৫১-৬২১৪৫, ৬১১৭৪, ০১৫৫৩৪০৯১৪৯

(৩) হোটেল গ্রীন ক্যাসেল

৭ টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছ। প্রেতিটির ভাড়াঃ ১১৫০ হতে ১৬০০ টাকা পর্যন্ত
১৬টি শীতাতপ নিয়ন্ত্রনহীন রুম রয়েছে প্রতিটির ভাড়াঃ ৭৫০ হতে ১৫০০ টাকা পর্যন্ত
যোগাযোগ/ফোনঃ ০৩৫১-৭১২১৪, ৬১২০০, ০১৭২৬-৫১১৫৩২, ০১৮১৫-৪৫৯১

শুভলং ঝর্ণায় কীভাবে যাবেন

রাঙ্গামাটি শহর থেকে শুভলং ঝর্ণায় যেতে হলে নৌ পথে যেতে হয়। এক্ষেত্রে ইঞ্জিন চালিত ট্রলার রিজার্ভ করাই সবচেয়ে ভালো। রাঙামাটি রিজার্ভ বাজার এলাকা থেকে অথবা পর্যটন এলাকা থেকে ট্রলার রিজার্ভ করা যায়। এগুলোর ভাড়া আকার অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। তবে ভাড়া সাধারণত ১২০০-৩০০০ টাকার মধ্যে। মূল শহর থেকে শুভলং যেতে সময় লাগবে দেড় ঘণ্টার মত। কাপ্তাই লেকের উপর দিয়ে শুভলং ঝর্ণা যেতে হয় ।

বিশেষ সতর্কতা

হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। একারণে কোন স্থানে ভ্রমণের পূর্বে বর্তমান ভাড়া ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। ওয়েবসাইটে যোগাযোগের সুবিধার্থে প্রদত্ত নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্য চলো ঘুরি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here